মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযদ্ধের প্রজন্ম দলের কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে ২০জনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। অন্যদের সদস্য করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দু।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নলছিটি উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি কাজী রেজাউল জানান, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদন করেছে। যত দ্রুত সম্ভব আমরা সকল সদস্যদের নিয়ে পরিচিতি সভার আয়োজন করবো।
এমআই