মোঃ এমদাদ উল্যাহ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব বিভাগ মুন্সিরহাট ইউনিয়নের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান মেহেদী, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলেশ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক আবদুস সালাম মোহন, জামায়াতের মুন্সিরহাট ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী ইসরাফিল হোসাইন প্রমুখ।
এরপর খেলা পরিচালনা করেন মীর শাহেদুর রহমান, ইফতেখারুল ইসলাম মেশকাত, মিজান ভুঁইয়া, সাইফুল ইসলাম, মোঃ জোনায়েদ, নুরুল হক মোল্লা। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন ও কার্যকরি সদস্য মোঃ আনিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায় যুব বিভাগের নেতৃবৃন্দ।
খেলায় বাসন্ডা যুব ঐক্য পরিষদ বসন্তপুর যুব বিভাগকে ৩-২ গোলে পরাজিত করে। খেলা উপলক্ষে দুই গ্রামসহ বিভিন্ন গ্রামের ফুটবল প্রেমী দর্শকদের ভীড় দেখা যায়। যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্ত থেকে বাঁচাতে দীর্ঘদিন পর শান্তিপূর্ণভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় জামায়াতের যুব বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বশ্রেণীর মানুষ।
তানহা আজমী