বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

মারকুটে ব্যাটিংয়ের জবাব দিলো বাংলাদেশ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
মারকুটে ব্যাটিংয়ের জবাব দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

স্লেজিং সবার জন্য নয়, সব জায়গায় উপযুক্তও নয়। জ্যামাইকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটি আরও একবার বুঝলো ওয়েস্ট ইন্ডিজ। স্লেজিং করে বাংলাদেশী ব্যাটারদের হাতে মার খেয়েছে ক্যারিবীয় বোলাররা। ১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।

এই ইনিংস ব্যাট করতে নেমে টাইগাররা খেলেছে মাত্র ৪১.৪ ওভার। অর্থাৎ অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন শাহাদাত হোসেন দিপু ও মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশের লিড এখন ২১১ রানের। উইকেটে আছেন জাকের আলী অনিক (২৯) ও তাইজুল ইসলাম (৯)।

কিংসটনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৬ রানে অলআউট করেছে বাংলাদেশের বোলাররা। এতে ১৮ রানের লিডও পেয়ে যায় টাইগাররা। যে লিড ছিল সফরকারীদের জন্য অনেকটা স্বপ্নের মতো। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার প্রথম ইনিংসে দুইশর কম রান করেও লিড পেল বাংলাদেশ।

টাইগারদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কারিগর হলেন নাহিদ রানা। জ্যামাইকায় গতির ঝড় তুলে একাই তুলে নেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ফাইফার পূর্ণ করেন রানা। এজন্য ডানহাতি এই পেসারকে খরচা করতে হয়েছে ৬১ রান।

লাঞ্চ বিরতির পর মাত্র ৩ ওভারে খেলে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এরপর আক্রমণাত্মক বোলিং করতে থাকে ক্যারিবীয়রা। এক পর্যায়ে তারা উইকেটে থাকা দিপু ও সাদমান ইসলামকে স্লেজিং শুরু করে। ক্যারিবীয়দের স্লেজিং চরম পর্যায়ে চলে গেলে এতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকেও। স্বাগতিক দলের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে কথা বলতে দেখায় আম্পায়ারের সঙ্গে।

অপ্রত্যাশিত এসব ঘটনার মারকুটে হয়ে ওঠেন বাংলাদেশের ব্যাটাররা। ৪ বল খেলে ০ রানে ওপেনার মাহমুদুল হাসান জয় আউট হলেও নির্ভয়ে ব্যাটিং করেন দিপু ও সাদমানরা। প্রথম ওভারে জেডেন সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন জয়।

এরপর কাভেম হজকে সহজ ক্যাচে পরিণত করেন রানা। ৪৫তম ওভারের চতুর্থ বলে পুল রতে গিয়েই ব্যাটের উপরের অংশে লাগিয়ে আকাশে বল তুলে দেন হজ। ফাইন লেগে ক্যাচ ধরতে ছুটে যান উইকেটরক্ষক লিটন। কিন্তু তার আগেই সেখানে পৌঁছান তাসকিন। কিন্তু বল বেশি ওপরে থাকায় সহজ ক্যাচটা মিস করে ফেলেন তাসকিন। তার হাত ফসকে বল পড়ে যায় মাটিতে।

এক বল বিরতি দিয়েই হজের উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার নাহিদ রানার চেয়ে এই উইকেটের কৃতিত্ব সবচেয়ে বেশি উইকেটরক্ষক লিটন দাসের। বাজপাখির মত ঝাঁপিয়ে পড়ে যেভাবে কাভেম হজের ব্যাটের কানায় লেগে ছুটে আসা বলটিকে এক হাতে তালুবন্দী করলেন, তা রীতিমত অবিশ্বাস্য। ৩ রান করে আউট হয়ে যান কাভেম হজ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল