মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বন্দুকের গুলিসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব সদস্যরা। র্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল বুধবার রাত ৮ টার দিকে উপজেলা সদরে গোডাউন মোড় এলাকা তাদের আটক করে।
এ সময় তাদের তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, একটি মটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ও ৪টি সিম কার্ড জব্দ করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত সাকাত মল্লিকের ছেলে মোঃ রফিক মল্লিক ও তার স্ত্রী ফিরোজা বেগম। রফিক শ্যামনগর সদরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ এ প্রহরী হিসেবে চাকরিরত জানা গেছে।
র্যাব-৬ এর ডিএডি পুলিশ পরিদর্শক মোঃ রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল রাত ৮ টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের রফিক মল্লিকের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেলে তারা স্বামী-স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে তাদের উপস্থিতিতে রফিখ মল্লিকের বাড়িতে তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, মোবাইল ফোন, মটর সাইকেল ও সিম কার্ড জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই