নিজস্ব প্রতিবেদক: ভাষাশহিদ আবদুস সালাম এর কবর শনাক্ত করা হয়েছে। ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তার পরিবারের কবরটি চিহ্নিত ও স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়।
শহিদ সালামের কবরটি স্থায়ীভাবে পাকা করে সংরক্ষণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শহিদ পরিবারের কাছে একটি লিখিত অঙ্গীকার নামা নেন। ভাষাশহিদ সালামের পরিবারের পক্ষে তাঁর ভাই আবদুল করিম মিলিটারি ও ভাতিজা নূর আলম,মোঃ সুরুজ, মোঃ মাহফুজুর রহমান সোহেল, রেন হাজারী অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার লুৎফর কবির, ইঞ্জিনিয়ার ভূনাক রায় ও কবরস্থান ইনচার্জ হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ড. মোমতাজ উদ্দিন আহম্মেদ,এম এ বার্নিক, কবি সৈয়দ নাজমুল আহসান, ডা. মআআ মুক্তাদীর, মীর শামসুল আলম বাবু,কবি মতিয়ারা চৌধুরী মিনু, মোঃ মাহাবুল হক,রিয়াদ মাহমুদ খান। ফারক আহমদ ( ভাষাশহিদ সালাম ফাউন্ডেশন)ওসমান হারুন,ফুয়াদ মেহেদী, জিহাদ মোহাম্মদ, প্রমুখ ছাড়াও ভাষাশহিদ আবদুস সালাম পরিবারের আরও ৯ জন সদস্য।
ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ ও ভাষা আন্দোলন জাদুঘর এর নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও সর্বপরি সরকার কে ধন্যবাদ জানান ও প্রত্যাশা করেন ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ উত্থাপিত ১১ দফা দাবির অন্যতম দাবি সকল ভাষাশহিদদের কবর যথাযথ সংরক্ষণ এবং যথাযোগ্য মর্যাদা প্রদানের প্রতিও কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। সবাই আশা করেন খুব শিগগরই ভাষাশহিদ আবদুস সালাম এর কবর অন্যান ভাষাশহিদদের কবরের মতো পাকাপোক্তভাবে সংরক্ষিত কবর হবে এবং ভাষাশহিদ রফিক, ভাষাশহিদ ওহিউল্লাহ, ভাষাশহিদ আওয়াল সহ অন্যান ভাষাশহিদদের কবরও স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
এমআই