মো: মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।
ভুক্তভোগী তানভীর আহমেদ জানান, ”নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে আমাদের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে আমাদের গেটে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলো। বখাটেদের গেট থেকে সরে যেতে বললে তারা আমার সাথে তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজল আমাকে বেদম মারপিট করে এবং ধারালো কিছু দিয়ে আমার মাথায় আঘাত করে। ফলে আমি গুরুতর জখম হই এবং আামাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী আরো জানান, বিষয়টি নিয়ে আমার সহপাঠীরা বিএনপি নেতাদের জানায়। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলে। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দেয়া হয়। পরে জানতে পারি ওই দুইজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগপত্রে, আমি ও আমার পরিবারকে নিরাপত্তা, হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা সহ নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানাই।”
এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ’ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুই জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।’
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাওলাদার সানওয়ার মাসুম জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমআই