বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪৪ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ই ডিসেম্বর) মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনয়িনের কামদিয়া রোডস্থ জনৈক রনির স,মিল(করাত কল) এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকায় মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে। রাতে কোন এক সময় মাদকের ওই চালানটি দেশের বাইরে চলে যেতে পারে। গোপন সুত্রে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়।
এরপর মধ্যরাতে মাদক কারবারির একটি দল ঘোড়াঘাট থানাধীন ৪নং ঘোড়াঘাট ইউনয়িনরে কামদিয়া রোডস্থ জনৈক রনির স,মিল(করাত কল) এর সামনে পাঁকা রাস্তার উপরে উঠলে পুলিশের উপস্থিতিতে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে ২২ হাজার পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করে। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা।
আটককৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।
আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
সময় জার্নাল/এলআর