মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২১ ডিসেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক যুব সম্মেলন। জামায়াত প্রতিষ্ঠার পর এই প্রথম চৌদ্দগ্রামের যুব সম্মেলন ঘিরে জামায়াত- শিবির নেতাকর্মীদের সাথে উৎফুল্ল জনতাও। পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জামায়াতের যুব বিভাগ ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার। চলছে মোটর সাইকেল শোভাযাত্রা ও মিছিল।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঐতিহাসিক যুব সম্মেলনের সার্বিক প্রস্তুতির বিষয়ে তথ্য জানিয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মহসিন কবির ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম জানান, ২১ ডিসেম্বর চৌদ্দগ্রামের ইতিহাসে স্মরণকালের বিশাল যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য চৌদ্দগ্রাম বাজারসহ উপজেলার সর্বত্র প্রচারণা করা হয়েছে। লাগানো হয়েছে ব্যানার ও পোস্টার। চলছে মাইকিং। বিতরণ করা হয়েছে লিফলেট। বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও গ্রামে চলছে মিছিল এবং মোটর সাইকেল শোভাযাত্রা। সম্মেলনে উপস্থিত হতে যুবকদের সাথে সাধারণ জনতাও উৎফুল্ল হয়ে উঠেছে। সম্মেলনে ৩০ হাজারের বেশি উপস্থিতি আশা করা যাচ্ছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান, মাওঃ আবুল হাসানাত মু. আবদুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। সঞ্চালনা করবেন পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন। সঙ্গীত পরিবেশন করবেন সূর স¤্রাট শিল্পী মশিউর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা উত্তরের শিবির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌরসভা সভাপতি নূর নাদিম জিন্নাহ।
এমআই