জাহিদ খান,কুড়িগ্রাম প্রতিনিধি:
অদ্য ১৯ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার তালতলা বেইলি ব্রীজ এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী কে ৭২ পিচ ইয়াবা সহ কচাকাটা থানা পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়,কচাকাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার তালতলা বেইলি ব্রীজ এলাকায় সন্ধ্যা ৭.০০ঘটিকায় মো: শহিদুল ইসলাম (৩০) পিতা : মো: আ: রহমান গ্রাম- গোলের হাট,থানা কচাকাটা ও মো: শামসুল আলম(৩৫) পিতা মো: আনাস উদ্দিন গ্রাম: ইসলাম পুর কচাকাটা বাজার দ্বয় কে ৭২ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।
জানা যায়,উক্ত ব্যবসায়ী দ্বয়ের মধ্যে মো: শামসুল আলম পিতা মো: আনাস উদ্দিন কেদার ইউনিয়ন বি এন পি র প্রভাব শালী সাধারন সম্পাদক মো: আনিছুর রহমান (তোলা ব্যাপারী) র জ্যাঠাতো ভাই।
তানহা আজমী