এহসান রানা, ফরিদপুরঃ
যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালেই ফাঁসি দেওয়া হবে।
তিনি বলেন, গত পনের বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আয়না ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে জামায়াতের সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন চেতনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ। যেখানে খুন, গুম, অত্যাচার নির্যাতন, লুটপাট, দুর্নীতি থাকবে না। যেখানে অর্থপাচার থাকবে না, মানুষ তার অধিকার পাবে।
শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলের ও কাদের মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মওদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামায়াতের সুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব , জেলা শাখার আমির বদরউদ্দিন আহমেদ, শহীদ কাদের মোল্লার ভাই মাইনুদ্দিন মোল্লা প্রমূখ।
এমআই