নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এসময় একটি ট্রাক নদে পড়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহগামী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গীর তুরাগ নদের ওপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী ওই বেইলি ব্রিজে একটি ট্রাক ওঠে। এসময় ব্রিজটি হঠাৎই ভেঙে তুরাগ নদে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে ব্রিজটি ভেঙে পড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত ময়মনসিংহগামী লেনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই লেনের যানবাহন কামারপাড়া রোড হয়ে চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন ফ্লাইওভারের ওপর দিয়ে দুই লেনে চলাচল করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের সহকারী কমিশনার (এসি/ট্রাফিক-দক্ষিণ) মো. লিয়াকত আকবর।
তিনি বলেন, টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিচ দিয়ে দুই লেনে দুইটি ব্রিজ ও একটি ফ্লাইওভার রয়েছে। নিচের দুইটি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী বেইলি ব্রিজটি তুরাগ নদের ওপর ভেঙে পড়ে। এ সময় একটি ট্রাক দুর্ঘটনায় পড়ে, তবে এতে হতাহত হয়নি। এই সড়কের ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করে যানবাহন ময়মনসিংহের দিকে যাচ্ছে।
এদিকে, বিকল্প পথে চলতে ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, "সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ লিয়াকত আলী জানান, বেইলি ব্রিজ ভেঙে গেলেও যানবাহন ফ্লাইওভার দিয়ে চলাচল অব্যাহত আছে। তবে ফ্লাইওভারের নিচ দিয়ে ডেইলি ব্রিজ দিয়ে যে সকল যানবাহন চলাচল করতো তা এখন আর করতে পারছে না।
তানহা আজমী