কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ উপজেলায় নর্দান প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কিশোরীগঞ্জ বহুমুখী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও বড়ভিটা স্কুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই কেন্দ্রে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করে। সকাল ১০ টা থেকে বাংলা,ইংরেজি,গণিত ও বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসে এবং তাদের সন্তানদেরকে আসন গ্রহনের জন্য নির্দিষ্ট ভবনে ছেড়ে দেয়া হয়। শিক্ষার্থীরা চেষ্টা করে তাদের রোল নম্বর অনুযায়ী আসন খুঁজে বের করে নিজ আসনে বসে পরীক্ষা দেন। ক্লাশ ওয়ানের শিক্ষার্থীরা অনেকেই আসন খুঁজে পেলেও মাত্র কয়েকজন শিক্ষার্থী তাদের আসন খুঁজে না পেয়ে শিক্ষকের সহায়তা নেন।
কিশোরীগঞ্জ সরকারী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুল আজিজ বলেন- শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও সাঙ্কেতিক চিহ্ন দেখে আসন বের করতে পারা অনেক কঠিন কাজ। আর সেই কাজটা তারা নিজে করছে। আমরা শিক্ষার্থীদেরকে মেধার দিকে এগিয়ে নিতে চাই। তারা যেন উচ্চ ভবিষ্যতে পরীক্ষা কেন্দ্রে তাদের আসন খুঁজতে অভিভাবক ও শিক্ষকের সহায়তা না নেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন ও নর্দান প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর। সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়।
এমআই