মো: আল আমীন বাপ্পি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ইউনিটের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ জিহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাৎসবিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী সুজিত কুমার দাস।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাৎসবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ফোরকান।
বাঁধন সিকৃবি ইউনিটের সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সামিউল আহ্সান তালুকদার। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ জিহাদ হোসেন বলেন, স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি দেয়া হয়। বর্তমানে বাঁধন ৫৫ টি জেলায় ও ৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমাদের সব কর্মী নিজ নিজ জায়গা থেকে কাজ করে বাঁধনকে তার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস বলেন, "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন "। এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ১৫ নভেম্বর বাঁধন সিকৃবি ইউনিটের যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে বাঁধন আজ সবার বিশ্বস্ত ও আস্থার একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা বাঁধনকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাই যেদিন আলাদা করে এই সংগঠনের প্রয়োজন হবেনা। সবাই হবে একেকজন বাঁধন।
বাঁধন সিকৃবির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ফোরকান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন। এছাড়াও বাঁধনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমআই