রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রাজীবপুর উপজেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাজীবপুর উপজেলা জাসাসের আহবায়ক আকবর হোসেন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় ও দলীয়পতাকা উত্তোলন করেন জাসাসের নেতাকর্মীরা।
জাসাস এর সদস্য সচিব শহিদুল্লাহ ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নেভী, সাব্বির হোসেন মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন রাজীবপুর উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন বিএসসি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল হাসান কৃষক দলের আহবায়ক ছুরমান হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাসাস নেত কর্মীরা সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজের নানা অসংগতি দূরীকরনে ভুমিকা রাখছেন বলেও জানান আলোচকেরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় সংস্কৃতি চর্চা এবং এর বিকাশের লক্ষ্যে ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর 'বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন' (জাসাস) প্রতিষ্ঠা করেন।
এমআই