মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মৃত্যুবরণ করেন এবং এদের মধ্যে ফিরোজা বেগম নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আইরিন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, রবিবার (২৭জুন) সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে রোগী ভর্তি রয়েছে ১৮৮ জন এবং ১৩ শয্যার আইসিইউ বেডে রোগী ভর্তি রয়েছে ১২ জন।
উলেখ্য, গত দুই সপ্তাহ ধরে জেলায় আশঙ্কাজনক হারে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। কয়েক মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে হয়। গত ২৪ ঘন্টায় জেলায় সংক্রমণের মাত্রা ছিলো ২৭ দশমিক ৬২ শতাংশ।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১টি এলাকায় গত ২৫জুন সকাল ৬টা থেকে ১ জুলাই মধ্য রাত পর্যন্ত জেলা প্রশাসন আরোপিত বিধিনিষেধ চলমান রয়েছে।
সময় জার্নাল/এমআই