মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানুসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শনিবার সকালে বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে চৌদ্দগ্রাম বাজারে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামান, পৌর জামায়াতের আমীর মোঃ ইব্রাহিম, জেলা শিবির নেতা মহিউদ্দিন রনিসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, খুনি আব্দুল হাই কানুসহ ফ্যাসিস আ’লীগের আমলে চৌদ্দগ্রামে সকল হত্যার খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, বিগত সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছাত্র-জনতার উপর হামলায় ব্যবহত সকল অস্ত্র উদ্ধার করতে হবে। দ্রুত বিষয়গুলো কার্যকর না হলে উপজেলা জামায়াত আরো কঠোর কর্মসূচি দিবে বলেও হুশিয়ারী করেন নেতৃবৃন্দ।
এমআই