এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অবশেষে বন্ধ করে দেয়া হলো আলিমুজ্জামান বেইলি সেতুটি। জানা যায়, শনিবার দিনব্যাপী লোহার পাত লাগিয়ে সেতুর দুইপাশে আটকে দেয় কর্তৃপক্ষ।
শহরের ব্যস্ততম সেতুতে প্রতিদিন হাজার হাজার লোক বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকে। তাছাড়া এ সেতুটি বেশ কয়েকটি এলাকার মেলবন্ধন হিসেবে ব্যবহার করা হয়।
সম্প্রতি ফরিদপুর শহরে করোনা বেড়ে যাওয়ার কারণে এবং অতিরিক্ত জণগন সেতুতে চলাফেরার কারণে কতৃপক্ষ সেতুটি বন্ধ করে দেয়।
এদিকে সরেজমিনে রোববার দেখা যায়, এই সেতু বন্ধের ফলে সাধারণ পথচারীদের মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া বেইলি সেতুর উপরে যে সমস্ত হকার ও ভিক্ষুকরা দিনাতিপাত করছেন তাদেরও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আবার অনেকে নিজ প্রয়োজনে আটকে দেয়া বেইলি ব্রীজের উপর দিয়ে টপকে পাড় হচ্ছে।
সড়ক বিভাগের সুত্রে জানা গেছে, শুধুমাত্র ব্রিজের দুই পাশের রেলিং মেরামত করা হবে এই কারনে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে সেতুর মূল পাটাতন এ আপাতত কোন কাজ এখন করা হবে না।
সময় জার্নাল/এমআই