বুধবার, জানুয়ারী ১, ২০২৫
এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক নির্বাচনে ২০২৫ সালের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি এইচ.এম মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকন্ঠ প্রতিনিধি গণেশ পাল।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি কালের কন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, সহ-সাধারণ সম্পাদক মানবজমিন প্রতিনিধি শাজাহান আলী খান, অর্থ ও দপ্তর সম্পাদক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শেফালী আক্তার রাখি, কার্যনির্বাহী সদস্য দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মশিউর রহমার মাসুম ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন।
মঙ্গলবার রাত ৮টায় প্রেসক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার মশিউর রহমান মাসুম এ কমিটি ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা।
বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী।
এমআই