আন্তর্জাতিক ডেস্ক:
নতুন বছর ২০২৫ এর প্রথম ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৪৬ হাজার।
শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছর ২০২৫ এর প্রথম ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৬ জনে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৩৭৮ জন ব্যক্তিও আহত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭০ জন নিহত এবং আরও ১০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
সময় জার্নাল/এলআর