নিজস্ব প্রতিনিধি:
কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট। সবারই মুখ ঢাকা। এমনই ১২/১৫ জনের দুর্বৃত্তের একটি দল রাতে রাজধানীর ব্যস্ততম এলাকা এলিফ্যান্ট রোডের ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনের সড়কে গাড়ি আটকে দুই কম্পিউটার ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপালো।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে যখন ওই দুই ব্যবসায়ীকে কোপানো হয়, তখন সড়ক ছিল সচল, যানবাহন চলছিল, তাদের বাঁচার আকুতি ও চিৎকারেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। অথচ খুব কাছেই ছিল পুলিশ ফাঁড়ি, সামনে ও পেছনে ছিল ট্রাফিক বক্সও।
দুর্বৃত্তদের এক থেকে দেড় মিনিটের অতর্কিত হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) যুগ্ম সদস্য সচিব এহতেসামুল হক।
পরে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাতে ও পায়ে মারাত্মক জখম নিয়ে এহতেসাম এখনো হাসপাতালে ভর্তি। হাতে জখম হওয়া দীপুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে চাপাতি দিয়ে দুজনকে কোপানোর নৃশংস দৃশ্য ফুটে উঠেছে৷
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় দুজন ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে মানববন্ধন থেকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা।
ভুক্তভোগী আহত ব্যবসায়ী ওয়াহেদুল হাসান দীপু বলেন, আমরা এক সঙ্গেই এই ইপিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) অফিস থেকেই বের হয়েছি। উনার (এহতেসাম) বাসা জিগাতলায়। কখনো সায়েন্সল্যাবের সামনে থেকে উনি রিকশা নিয়ে চলে যান। কাল রাতে উনি হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দেন।
‘আমি বের হই গাড়ি নিয়ে। সঙ্গে ছিল দুজন বন্ধু আর ড্রাইভার। ড্রাইভার যখন সামনে যাচ্ছিল মুখোশ পরা একজনকে দেখি রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে। আমার গাড়ি যতো সামনে যাচ্ছিল ওই মুখোশধারী ততো কাছে আসছিল। আমি যখন ড্রাইভারকে বললাম গাড়ি ব্যাক করো। এরই মধ্যে ওই মুখোশধারী দৌড়ে এসে গাড়িতে কোপানো শুরু করলো। সামনেই এহতেসামুল হককে কোপানো হচ্ছিল। উনি বারবার ‘বাঁচান বাঁচান’ বলে চিৎকার করছিলেন। আমার গাড়িতেও কোপানো হচ্ছিল। আমি তখন নিজেই দৌড়ের ওপরে।’
সময় জার্নাল/এলআর