বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
রাবি প্রতিনিধি :
প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে কর্মকর্তারা গত ২ জানুয়ারি দিনব্যাপী প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখার বিচার দাবি করেন।
পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে গত ১২ থেকে ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, ছাত্রসংগঠন এবং প্রশাসনের সাথে আলোচনা করে কর্মকর্তা-কর্মচারীরা।
অবস্থান কর্মসূচিতে মাসুদ রানা নামের কর্মকর্তা বলেন, বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধা নেই। তাহলে আমরা কি অপরাধ করলাম? আমরা কত বৈষম্যের শিকার হব? আমরা উপাচার্যকে বলতে চাই আমরা কর্মকর্তা-কর্মচারীরা যেন আর বৈষম্যের শিকার না হই। আমরা আপনার যোগ্যতা, সততার দিকে আমরা চেয়ে আছি। আমাদের এই আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনকে গতিশীল করার আন্দোলন। আমরা এই জায়গা থেকে সরবো না কোনোদিন। আমাদের আন্দোলন কারো বিরুদ্ধে না, শিক্ষার্থী ভাইদের বিরুদ্ধে না। এই আন্দোলন আমাদের অধিকার ফেরতের আন্দোলন।
পরিবহন কর্মচারী আবুল কালাম আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সবাই প্রাতিষ্ঠানিক সুবিধা ভোগ করছে। তাহলে আমরা বঞ্চিত হবো কেন? আমরা তো কোটা চাইনি, আমরা আমাদের অধিকার ফেরত চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়েরই পরিবারের অংশ। আমাদের আলাদা করবেন না। আমরা আমাদের অধিকার ফেরত চাই, আমরা এক হয়ে থাকতে চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে এবং এতে কিছু শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে এ বিষয়ে আমি অবগত। প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলা হয়েছে। আশা করছি খুব দ্রুত এ সমস্যার নিরসন হবে।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন রাতেই কোটা সম্পূর্ণ বাতিল চেয়ে আমরণ অনশন করে শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের মুখে গত ২ জানুয়ারি পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল করা হয়। এরপরই প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি করে পোষ্য কোটা পূণর্বহালের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এমআই