রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরিক্ষার সময়সূচি প্রকাশ ও বিসিএসের এপিয়ারেন্স সনদ প্রদানের দাবীতে শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। রবিবার (১৯জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টা থেকে পরিক্ষা কমিটির সভাপতি অধ্যাপক এস এম কামরুজ্জামানকে অবরুদ্ধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা 'নতুন স্বাধীন বাংলায়, বৈষম্যের ঠায় নাই', 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'পরীক্ষা নিয়ে গড়িমসি, চলবে না চলবে না', 'সব ক্যাম্পাস সুযোগ পেলে, আমরা কেন পাব না?', ' সব ক্যাম্পাস পরিক্ষা দিলে, আমরা কেন দিবো না?' ইত্যাদি স্লোগান দেন।
এবিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী কায়েস মাহমুদ সাকিব জানান, আসন্ন ৪৭ তম বিসিএসে আমরা বাদে বিশ্ববিদ্যালয়ের আমাদের সেশনের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এছাড়াও দেশের ১১ টি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি বিভাগ পড়ানো হয়। আমরা বাদে সকলেই সেখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আমরা গত দুইমাস ধরে আন্দোলন করে আসছি। দুইমাস আগে প্রথমে আমরা স্যারদের একটা আবেদনপত্র দেই তারা একাডেমিক কমিটির সভায় সেটা বাতিল করে দেয়। পরবর্তীতে বিসিএসের আবেদনের সময় এক মাস বর্ধিত করা হলে আমরা আবার আবেদন করি। পরবর্তীতে আমরা একদিন অবস্থান কর্মসূচি পালন করেছি। এর পরে আমরা বিভাগ ব্লকেড কর্মসূচি দিলে প্রশাসনের মধ্যস্থতায় সেটি সমাধানের আশায় ছিলাম। তবে পরবর্তীতে সেটা প্রশাসনের মাধ্যমেও স্মাধান করা সম্ভব হয়নি। আজকে আমরা নিরুপায় হয়ে এখানে এভাবে আন্দোলনে বসেছি। আজকের মধ্যেই আমাদের এপিয়ার সনদ অথবা পরিক্ষার সময়সূচি প্রকাশ করতে হবে।
এবিষয়ে কথা বলার জন্যে বিভাগের সভাপতিকে কয়েকবার ফোনকল করার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি এবং অবরুদ্ধ শিক্ষক অধ্যাপক এস এম কামরুজ্জামান এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।
এমআই