আন্তর্জাতিক ডেস্ক:
'দ্য গোল্ডেন এজ অব অ্যামেরিকা বিগিনস রাইট নাও'... এটাই ছিলো ডোনাল্ড জে ট্রাম্পের প্রথম বাক্য। ওয়াশিংটন ডিসি'র ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বক্তব্য রাখছিলেন ট্রাম্প। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে বক্তৃতায় নিজের কার্যপরিকল্পনার নানা দিক তুলে ধরেন তিনি।
বলছিলেন, আমি আমেরিকাকেই সবার আগে রাখবো। গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরিয়ে আনবো । আমাদের সর্বাধিকার হবে একটি জাতি গঠন যা আমাদের গর্বিত করবে। একটি সম্মৃদ্ধশালী মুক্ত দেশ হবে আমেরিকা।
ট্রাম্প বলেন, এমন সব পরিবর্তন আনবো যা আমেরিকায় আগে কখনো ছিলো না। আইন মেনে চলা আমেরিকান নাগরিকের জন্য আমরা সব করবো। আমেরিকান বর্ডার পলিসি হবে আমাদের নিজ মানুষের জন্য। আর এ সকল পরিবর্তনের কাজ আজ থেকেই শুরু হলো এবং আমরা এই পরিবর্তন খুব দ্রুতই কার্যকর করবো।
মানুষকে তাদের বিশ্বাস, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে দেবো, বলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার পিছিয়ে পড়ার দিন আজ শেষ। আমরা আর পিছনের দিকে যাবো না, বলেন তিনি।
আমরিকাকে তার আত্মপ্রত্যয়ের দিনে ফিরে আসতে হবে। আমরা আমাদের দেশকে ভুলে যাবো না, আমােদর সংবিধানকে ভুলে যাবো না। আর আমাদের ইশ্বরকে ভুলে যাবো না, বলেন ট্রাম্প।
এই দিনটিকে রেভুলেশন অব কমন সেন্স হিসেবে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কমন সেন্স দিয়েই আমরা আমাদের কিছু নির্বাহী আদেশ দেবো, কিছু আদেশ বাতিল করবো। দেশের সকল অবৈধ প্রবেশ এখনই বন্ধ করা হবে। মেক্সিকো পলিসি আমি পুনরায় কার্যকর করলাম, ঘোষণা দেন ট্রাম্প।
সময় জার্নাল/এলআর