বুধবার, জানুয়ারী ২২, ২০২৫
জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। বুধবার ( ২২ জানুয়ারি) দুপুর দেড়টার সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আন্দোলনের সেই ক্রান্তিকালে রাজশাহীতে আমরা যেই ১৭ জন কাধে কাধ মিলিয়ে ফ্যাসিবাদের আমলেই ফ্যাসিবাদকে সম্পুর্নরূপে উচ্ছেদ করার জন্যে লড়াই করেছিলাম তার মধ্যে সে অন্যতম। গতকাল রাতে তার ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে তা প্রমাণ করে আমি আপনি এবং বিপ্লবী সবার প্রতি এই হামলা ধেয়ে আসছে। শুধু একটা সরকার পরিবর্তন আর প্রশাসনিক লোক পরিবর্তন করার জন্যে আমার ভাইয়েরা জীবন দেয় নাই। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদ জড়িয়ে ছিলো তাদেরকে ধ্বংস করার জন্যেই আমরা জুলাই বিপ্লবে অবদান রেখেছিলাম। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন রাখতে চাই যারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাদের চেয়ারও খুব বেশিদিন টিকে থাকবে না। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার ওপর নির্ভর করছে ।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী মাসুম বিল্লাহ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা প্রান্তে যারা জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে তাদের উপর হামলা, গুপ্ত হামলা এবং নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা উপদেষ্টাদের কেন বসিয়েছিলাম? তাদের কি খালি জায়গা পূরণ করতে বসিয়েছি? যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে বিপ্লবটা চুরি হয়ে যাচ্ছে। যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের যদি নিরাপত্তাও না থাকে তাহলে বাংলাদেশে থেকে আমাদের কি লাভ? আমাদের নিরাপত্তার যা কিছু দরকার প্রশাসনকে সেই সব পদক্ষেপ নিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালনকারী সাংবাদিক রাশেদ রাজন বলেন, পরিকল্পিতভাবে সমন্বয়ক শহীদের উপর হামলা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তারা বিভিন্নভাবে হামলার ছক একেছে।নানাভাবে তারা হামলার হুমকি দিয়ে আসছে। তারও বহিঃপ্রকাশ গতকালকে শহীদের উপর হামলা। এর আগেও আমাদের অনেক সমন্বয়কের উপর হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলার ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।
এমআই