এহসান রানা, ফরিদপুর:
গত কয়েকদিন ধরেই ফরিদপুরে জেঁকে বসে এসে শীত। প্রচন্ড শীতে অসহায় হয়ে পড়েছেন নির্ধারিত ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা। হাড় কাঁপানো শীতে অসহায় সব মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) বিকেলে ফরিদপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির আয়োজনে কমলাপুরে হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে স্থানীয় সহস্রাধিক নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণকালে ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণমানুষের পাশে থাকে, যেকোনো দুর্যোগ কিংবা দুঃসময়ে মানুষের পাশে থাকা দলটিই বিএনপি।
এমআই