এম. পলাশ শরীফ, বাগেরহাট : মহামারি করোনা ভাইরাসে গোটা পৃথিবী যখন নিস্তব্ধ, কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের দিনমজুর শ্রমীকরা। এ পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা।
ঠিক সেই মুর্হুতে বন্য প্রাণীরাও খাবারের সন্ধ্যানে এখন লোকালয়ে। মঙ্গলবার সকালে মোড়েলগঞ্জ পৌর শহরের হাট-বাজারে হাতির খাবার সংগ্রহের জন্য একটি হাতি নিয়ে দোকানি ও পথচারিদের কাছ থেকে টাকা উত্তোলন করছেন মাহুত।
রংপুর জেলা থেকে শরণখোলার উদ্যোশে রওনা হওয়ামাহুত রুস্তুম। এক সময়ে সার্কেস চালিয়ে হাতির খাবার জোগানসহ তাদের সংসার চলতো। এখন আর সেই সার্কেস বন্ধ হয়ে গেছে করোনায়। কিভাবে চলবে নিজেদের সংসার, তারউপরে আবার এ প্রাণীর খাবার কিভাবে মিটাবে। তাই বাধ্য হয়ে টাকা তুলছে।
সরকারি সহযোগিতায় সার্কেস শ্রমিকদের করোনা সহায়তার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন রুস্তুম।
সময় জার্নাল/এমআই