মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সরস্বতী পূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় প্রতিমা স্থাপন ও ৯ টায় অঞ্জলি দেওয়ার মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন।
বিশ্ববিদ্যালয়ের সনাতনী সংগঠন 'বাণী অর্চনা' এর উদ্যোগে পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন ধরে ক্যাম্পাসে আমেজ বিরাজ করছিল। পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
পূজারদিন সকাল হতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষানুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে ভক্তরা। পূজা শেষে দেওয়া হয় প্রসাদ।
সকলের সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী দ্বীপরাজ মজুমদার বলেন, 'সরস্বতী পূজা ছাত্রজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পূজা হওয়া উচিত। গণ বিশ্ববিদ্যালয়ে এইবারই প্রথম তাতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।'
কৃষি অনুষদের শিক্ষার্থী প্রমি রায় বলে, 'প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত এবং নিরাপদ বোধ করছি। আগে ক্যাম্পাসের বাইরে পূজা হতো যা বেশি আমেজ সৃষ্টি করতোনা।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ড. মৃত্যুঞ্জয় দাস বলেন, 'এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে পূজা ৩ নম্বর হোস্টেলে হতো। তাই উপাচার্যসহ সকল কর্মকর্তাকে সাধুবাদ জানাই। বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে এই পূজা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানচ্ছি।’
প্রসঙ্গত, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ছাত্রাবাসে সরস্বতী পূজা উদযাপিত হতো। এ বছর প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা।
এমআই