মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়।
সোমবার (৩ ফেব্রুয়ারী ২০২৫) সকাল ১১টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর দুদকের উপ-পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে একটি দল দীর্ঘ প্রায় সাড়ে ৪ ঘন্টা এই অভিযান পরিচালনা করে।
অভিযানে আউটসোর্সিং কর্মচারি নিয়োগ, নিম্নমানের খাবার পরিবেশন, কনস্ট্রাকশন কাজসহ বিভিন্ন বিষয়ে অসঙ্গতির সত্যতা পায় দুদকের দলটি। এছাড়া হাসপাতালে ময়লা ও দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করারও সত্যতা পায় দুদক।
এসব অনিয়মের কারণে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. একেএম নুরুজ্জামান, ওয়ার্ড মাষ্টার মাসুদ ও মামুনসহ ৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয় দুদক। একই সাথে নিম্নমানের খাবার সরবরাহকারী ঠিকাদার এবং কুকার মিজানুর রহমানকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এদিকে দুদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন মেশিনারি ক্রয়ের কাগজপত্র জব্দ করেছে। এসব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে দুদক কর্মকর্তা আতাউর রহমান জানান।
তিনি আরো জানান, হাসপাতালে দালালদের একটি সিন্ডিকেট চিকিৎসা নিতে আসা নিরীহ রোগি ও তাদের স্বজনদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছেন। দালালদের কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে বলে দুদক সেটির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে।
এমআই