বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামালপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাসিনা বেগমের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমি খানম।
নতুন ভোটার হালনাগাদ করতে আসা সুমাইয়া আক্তার বলেন, অনেক খুশি নতুন ভোটার হতে পেরে। প্রথম ভোটার হচ্ছি ভালো লাগছে। সবার আগে চলে আসছে ভোটার হতে।
আশিকুর রহমান নামে আরেকজন বলেন, অনেক লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলে ভোটার হলাম। অনেক ভালো লাগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট প্রদান করতে পারবো এটা সত্যি অনেক আনন্দে।
এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুষ্ট ভাবে শেষ হয়েছে। আজ থেকে শুরু বায়োমেট্রিক প্রদান করে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। ৩ টি উপজেলা জামালপুর সদর, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ শেষ করে আজ ভোটার তালিকা হালনাগাদ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হলো।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে ভোটার হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটার সংযুক্ত করা হচ্ছে। আগামী দুই মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।
এমআই