খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৩২ শিক্ষার্থী পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫' (এনএসটি)। ফেলোশিপপ্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায় , তিন ক্যাটাগরিতে খুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৬০ জন শিক্ষার্থী ও জীববিজ্ঞান ও চিকিৎসা ক্যাটাগরিতে ৩২ জন এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৪০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
ভৌত বিজ্ঞান ক্যাটাগরির ৬০ জন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ২৭ জন, রসায়ন ডিসিপ্লিনের ১৪ জন, পরিসংখ্যান ডিসিপ্লিনের ৮ জন, গনিত ডিসিপ্লিনের ৪ জন, এবং নগর ও গ্রামীন পরিকল্পনা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের যথাক্রমে ২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
খাদ্য ও কৃষিবিজ্ঞান ক্যাটাগরিতে ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ এন্ড মেরিন রিসার্চ টেকনোলজি ডিসিপ্লিনের ২০ জন, ফরেস্ট্রী এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১৪ জন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ৪ জন এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ২ জন।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ২৩ জন শিক্ষার্থীই ফার্মেসি ডিসিপ্লিনের। অপরদিকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৮ জন, এবং পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের একজন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী গবেষণা অনুদান পাওয়ায় আমরা গর্বিত। এটি শিক্ষার্থীদের গবেষণায় আরো উৎসাহী করবে এবং নতুন জ্ঞান সৃষ্টিতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই অনুদান শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবভিত্তিক গবেষণায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।
এমআই