বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

রোববার, ফেব্রুয়ারী ৯, ২০২৫
হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

নিজস্ব প্রতিবেদক: 

বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

লায়নসগেট প্লে’র সাথে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি এর সকল ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিকালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় বাজারের চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবসক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব মুভি দেখা যাবে। সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯
টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে।

জন উইক ও দ্য হাঙ্গার গেমসের মতো মারদাঙ্গা অ্যাকশন থেকে শুরু করে জাব উই মেটের কালজয়ী রোমান্স, টফির লাইব্রেরিতে সব বয়সীদের উপযোগী কনটেন্ট রয়েছে। দর্শকরা এখন দ্য বিকিপারের মতো হলিউডের অনবদ্য মুভি থেকে শুরু করে টোকিও ভাইসের মতো প্রশংসিত সিরিজ; গোলমালের মতো বলিউডের হিট মুভি থেকে শুরু করে আজাব প্রেম কি গাজাব কাহানির মতো আনলিমিটেড ফান খুব সহজেই উপভোগ করতে পারবেন। একইসাথে, সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস সহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুবর্ণ সুযোগ পাবেন, যা তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় আমাদের জন্য বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে টফি এসমস্ত প্রিমিয়াম কনটেন্টকে সবার জন্য সহজলভ্য করে তুলছে, যেন মাত্র এক ক্লিকে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় বিনোদন উপভোগ করা যায়। লায়নসগেট প্লে’র সাথে আমাদের অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতেও সকল ব্যবহারকারীর জন্য সমৃদ্ধ এন্টারটেইনমেন্ট অপশন যুক্ত করার মাধ্যমে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করার চেষ্টা করবো আমরা।”

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল