বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
এহসান রানা, ফরিদপুর:
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২ টায় জেলা পরিষদের সহযোগীতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে গুরুতর আহতদের কে আর্থিক সহায়তা দেয়া হয়।
জুলাই গণ অভ্যত্থানের কথা স্মরণ করে আলোচনা সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেনের সভপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহম্মদ কামরুল হাসান মোল্যা, সিভিল সার্জন মাহমুদুল হাসান।
তারুন্যের উৎসব উপলক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান কে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানে জেলার ১০ জন গুরুতর আহত ছাত্র-জনতার সদস্য কে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।
উল্লেখ্য, জুলাই গণ অভ্যুত্থানে ফরিদপুর জেলায় ৭জন শহীদ ১৪৭জন আহতের তালিকা করা হয়েছে।
এমআই