বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫
কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী প্রকাশনা উৎসব পালন করা হয়।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ উপজেলার শহীদ মুগ্ধ মিনি স্টেডিয়ামে প্রকাশনা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা শিবির। উপজেলা শিবিরের সভাপতি মুজাহিদ ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রংপুর মহানগরী সভাপতি নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ,জেলা শিবিরের সেক্রেটারি রেজাউল করিম,জেলা অফিস সম্পাদক মোকাররম ইসলাম, বায়তুলমাল সম্পাদক সোহাগ ইসলাম, উপজেলা জামায়াতের সহঃসেক্রেটারী শিব্বির আহমেদ প্রমূখ। প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন রংপুর মহানগরী শিবিরের সভাপতি নুরুল হুদা।
দুই দিন ব্যাপী প্রকাশনা উৎসবে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করেন। প্রকাশনা উৎসবে আসা শিক্ষার্থীরা স্টল ঘুরে তারা বিভিন্ন বই স্টিকার ও শিক্ষা উপকরণ ক্রয় করেন। স্টলে ইসলামী সাহিত্যের পাশাপাশি কোরআন হাদিস স্টিকার ও ছাত্রদের আদর্শ জীবন গড়ানোর জন্য বিভিন্ন শিক্ষামূলক বই পাওয়া যায়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। দুই দিনব্যাপী প্রকাশনা উৎসবে প্রায় শতাধিক শিক্ষার্থী ব্লাড গ্রুপিং সেবা গ্রহণ করেন।
কিশোরগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, আমরা সৎ যোগ্য ও চরিত্রবান মানুষ গড়তে এ আয়োজন করেছি। আগামীতে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আরও বড় আয়োজন করা হবে।
এমআই