কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে তহশিলদারের নাকের ডগায় বালু বিক্রির মহোৎসব চলছে।
সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়,গাড়াগ্রাম ইউনিয়নের দলিরাম তাঁতীপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে নুরুল হক (৩০) প্রশাসনের অনুমতি না নিয়ে প্রকাশ্যে ভেকু দিয়ে গভীর খনন করে মাটি ও বালু তুলে বিক্রি করছেন প্রায় এক সপ্তাহ ধরে। বিষয়টি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহেদকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা না নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের গায়ে বিষয়টি চাপিয়ে দেন। খননকৃত বালু বহনের ফলে গাড়াগ্রাম ডিসির মোড় থেকে গণেশ বাজার পর্যন্ত সড়কে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জমির মালিক নূরুল হক (৫২) বলেন,আমার জমির মাটি কেটে রাস্তায় বিক্রি করছি তাতে প্রশাসনকে জানাবো কেন? আমার জমির মাটি আমি বিক্রি করছি তাতে প্রশাসনকে জানানোর প্রয়োজন মনে করি না।
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন,মাটি খনন করে বিক্রি হচ্ছে তাতে আপনাদের সমস্যা কি? মাটি কাটার অনুমতি ইউএনও স্যার দিয়েছে। ইউএনওকে আপনি জানিয়েছেন কি না-প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কেন ইউএনওকে জানাবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
এ ব্যাপারে গাড়াগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহাদুর ইসলাম বলেন,ভেকু দিয়ে মাটি কাটা বৈধ বলে জানি সে কারণে উপজেলা নির্বাহী অফিসারকে জানাইনি।
জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন,আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দিচ্ছি।
এমআই