এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
‘বন্ধ করি প্লাষ্টিক দূষণ, বাচাই সুন্দরবন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে সুন্দরবন দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় বেসরকারি সংস্থা রূপান্তর গঠিত ইয়ুথ ফোরাম সভাপতি মো. মুসাদ্দিক বিল্লাহ তামিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম ও ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক মশিউর রহমান মাসুম, বিডিক্লিন সভাপতি মো. আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাশরাফি আকিব, ইয়ুথ ফোরাম সদস্য কলি আক্তার, আমিনা ইতি, সাথি আক্তার ও সবুজ ফরাজী।
এমএই