জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দেশব্যাপী চলমান “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
তিনি জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি, পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে গ্রেফতারকৃত দুই নেতা আত্মগোপনে ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা এলাকায় ফিরে এসেছেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মনছুর আলী (৫৫): ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং চন্দ্রখানা গ্রামের মৃত জব্বার আলীর ছেলে এবং মো. বদরুল ঈমাম মিল্টন (৩২) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পূর্বধনিরাম গ্রামের মজিবর রহমান খন্দকারের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ আরও জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার মিছিলে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।
এমআই