জাকারিয়া শেখ, ফুলবাড়ী( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় সংগীত বিকৃত করা ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আলম মিয়া (২৯) নামের এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আলম মিয়া নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার আলেক ঝাণ্ডারের ছেলে।
পুলিশ জানায়, আলম মিয়া গত ৩-৪ দিন ধরে তার টিকটক আইডিতে জাতীয় সংগীত বিকৃত করে এবং প্রধান উপদেষ্টা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উসকানিমূলক ও কটূক্তিমূলক ভিডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছিলেন। বিষয়টি নজরে আসার পর নাগেশ্বরী থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর ঝাণ্ডারের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন বলেন, "যুবলীগ সদস্য আলম মিয়া দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা সম্পর্কে কটূক্তি এবং উসকানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছিলেন। বিষয়টি নজরে আসলে দ্রুত তাকে আইনের আওতায় এনে জেলহাজতে পাঠানো হয়েছে।"
এমআই