চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যা পরবর্তী দুই শতাধিক দুঃস্থ মানুষ ও গরু-ছাগলের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন(আরআরএফ)।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা ফরায়েজী বাড়ী সংলগ্ন মসজিদের সামনে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
হেলথ ক্যাম্পে ভেটেনারী পরামর্শ দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের লাইভস্টক অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন সাগর, এআই টেকনিশিয়ান মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার, পপুলার ফার্মার মেডিক্যাল ইনফরমেশন অফিসার ওবায়দুল হক ভুঁইয়া। অনুষ্ঠানে আরআরএফের কুমিল্লা জোনের সহকারী পরিচালক মনি শংকর দাশের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের পরিচালক মহোদয় অরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আরআরএফের আঞ্চলিক ব্যবস্থাপক শুভ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিঙ্গুলা ফরায়েজী বাড়ী মসজিদ কমিটির সভাপতি খলিলুর রহমান, মাওলানা আহসান উল্যাহসহ সামাজিক ব্যক্তিবর্গ। ফ্রি হেলথ ক্যাম্পে ৩৫টিরও অধিক গরু ছাগলের এক সপ্তাহের ওষুধ ও পুষ্টিকর খাদ্যপণ্য বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, আরআরএফ মূলত চিকিৎসা দিয়েছে-যারা ডাক্তারের ভিজিট দিয়ে চিকিৎসা নিতে পারেন না এবং টাকার অভাবে গরু ছাগল চিকিৎসার জন্য উপজেলা পশু হাসপাতালে নিতে পারে না। আগামীতেও এ সেবা অব্যাহত থাকবে। যাতে সমাজের দুঃস্থ ও অসহায় মানুষগুলো বিনামূল্যে সেবা পাবে।
এমআই