মো: এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আলো ছড়াচ্ছে আলোর পথ পাঠাগার। বৃহস্পতিবার এ পাঠাগারের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী রক্তের গ্রুপ পরীক্ষা করে। উক্ত কার্যক্রমে ছাত্রছাত্রীদের প্রবল আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ তারেক রহমান, আলোর পথ পাঠাগারের কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইউডা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ সোহেল রানা, সহ-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, হাবিবসহ আরো অনেকে।
এ ব্যাপারে আলোর পথ পাঠাগারের শিক্ষা ও গবেষণা সম্পাদক ইউডা'র সহকারী অধ্যাপক সোহেল রানা বলেন, স্বাস্থ্য সচেতনতার জন্য ছাত্রছাত্রীদের স্কুল পর্যায় থেকেই ব্লাড গ্রুপ জানা অতীব জরুরী এবং এটার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ব্লাড ডোনেট করার জন্য আমরা উৎসাহিত করছি।
উল্লেখ্য, আলোর পথ পাঠাগারটি ২০২৪ সালে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট বাজারে প্রতিষ্ঠিত হয়।
এমআই