এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন উপলক্ষে মোরেলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাধার সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, মশিউর রহমান মাসুমসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বীর মক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুসুর রহমান। এর পূর্বে রাত ১২ টা ১ মিনিটে শহীদ ব্যধিতে পুষ্পার্ঘ অপর্ণ করেন প্রেসক্লাবে নেতৃবৃন্দ।
এমআই