সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। দিবসটি উপলক্ষে র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন, দোয়া ও মোনাজাত এবং জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এরপর একে একে বিভিন্ন সমিতি, পরিষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়াও এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরন ও কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। পরে সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবন সংলগ্ন আম বাগানে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য। ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বইমেলা চলবে।
এছাড়া এদিন বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বইমেলা প্রাঙ্গনের বাংলা মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘একুশ আমার অস্তিত্ব’ শিরোনামে প্রকাশিত একুশে সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।