এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
মানুষের নিক্ষিপ্ত পলিথিন ও প্লাস্টিক বর্জের দূষনে সুন্দরবনের ক্ষতি সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে গণমাধ্যম কর্মীদের নিয়ে 'জার্নালিজম ফর সুন্দরবন' নামে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো: ইয়ামিন আলী।
শনিবার বেলা ১১টায় হোটেল ধানসিড়ির অডিটরিয়ামে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার আয়োজনে বাগেরহাট জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম-আহবায়ক নির্বাচিত হয়েছেন পরিবেশ কর্মী মো. নূর আলম শেখ, মশিউর রহমান মাসুম ও মো: সবুর রানা।
এছাড়া সিনিয়র সাংবাদিক মো: শাহআলম টুকু, মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, শওকাত আলী বাবু ও মোয়াজ্জেম হোসেন মজনুকে উপদেষ্টা করে ৩২ সদস্য বিশিষ্ট জার্নালিজম ফর সুন্দরবন এর কমিটি গঠন করা হয়েছে ।
সেমিনারে রুপান্তরের প্রোগ্রাম পরিচালক শাহাদৎ হোসেন বাচ্চু, কো-অর্ডিনেটর সুভাশিষ ভট্টাচার্য, জেলা সমন্বয়কারি খোন্দকার জিলানী হোসেন এ সময় উপস্থিত ছিলেন।