এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ড. ইউনুস আপনাকে সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে। আমরাও আপনাকে শ্রদ্ধা করি। অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠভাবে দেশ পরিচালনা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুণ। যে গনতন্ত্রের জন্য আমরা জীবন দিয়েছি, সেই গনতান্ত্রিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এজন্য কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে তার রোড ম্যাপ ঘোষনা করবেন। আপনার কোন উপদেষ্টা কি বলে, সে দিকে বিভ্রান্ত হয়ে, আপনার বিবেক ও সম্মান নষ্ট করবেন না।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট খানজাহান আলী (রহ) দরগা মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড. ইউনুস আপনার বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দিয়েছিল, তখন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপনার পক্ষে কথা বলেছিল। ৫ আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনার নাম প্রস্তাব করেন। এরপর সকল রাজনৈতিক দল, আপনাকে সমর্থন করেন। আপনি প্রধান উপদেষ্টা হন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ, জীবন দিয়েছে. জেল খেটেছে গনতন্ত্রের জন্য। ২০১৪ সাল থেকে আমরা কোন ভোট দিতে পারি নাই। এই ভোটের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি গন মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় মানুষের পাশে থাকবেন। দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে জনগনের পাশে দাড়ানোর আহবান জানান এই নেতা।
আওয়ামী রীগ সম্পর্কে কেন্দ্রীয় এই নেতা বলেন, শেখ হাসিনা দেশের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। বিএনপির ৩১ দফার, মত শেখ হাসিনাকে ৩১ বার ফাসি দিলেও, তার অপরাধের বিচার হবে না। ইন্ডিয়াকে বলব জাতিসংঘ যেমন শেখ হাসিনার অপরাধ প্রকাশ করেছে
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অহিদুজ্জামান দীপু, কামরুল ইসলাম গোড়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার শেখ জাকির হোসেন, তাতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ড.কাজী মনিরুজ্জামান মনির, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, শমসের আলী মোহন, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাড. ফারহানা জাহান নিপা, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার প্রমুখ।