রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বালিয়ামারী গ্রাম থেকে ৮ গ্রাম গাঁজা ও ৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ফরিদুল ইসলাম (২৫) নামের এক যুবক'কে আটক করেছে বালিয়ামারী বিজিবি ক্যাম্পের জোয়ানরা।
আটকৃত ফরিদুল ইসলাম চর রাজীবপুর গ্রামের মৃত আঃ রফিক এর পুত্র। রবিবার সন্ধ্যায় তাকে মাদক সহ আটক করা হয়।
গাঁজা ও ইয়াবা সহ আটক ফরিদুল ইসলামের নামে বিজিবি বাদি হয়ে রাজীবপুর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে।
জামালপুর ব্যাটেলিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসি বলেন সীমান্তে মাদক, চোরাচালান এবং মাদকসেবন বন্ধে বিজিবি নিয়মিত টহল জোরদার সহ নানা পদক্ষেপ গ্রহণ করছে। তারই ধারাবাহিকতায় আজ একজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, বিজিবি সদস্যরা একজনকে মাদক সহ আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।