শনিবার, ০১ মার্চ ২০২৫

নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্যান্সার অ্যাওয়ারনেস ম্যারাথন

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২৫
নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ক্যান্সার অ্যাওয়ারনেস ম্যারাথন

কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধিঃ

"রান ফর হোপ, ফাইট ফর লাইফ"—এই প্রতিপাদ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হলো  "রান ফর ক্যান্সার অ্যাওয়ারনেস ম্যারাথন প্রতিযোগিতা-২০২৫"। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে সোনাপুর রোড ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে শেষ হয়। 

 প্রতিযোগিতাটি দুইটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—দুই কিলোমিটার ও সাড়ে সাত কিলোমিটার। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নারী ও পুরুষ উভয় ক্যাটাগরির জন্য আলাদা বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের জন্য ছিল ১৫ হাজার টাকা প্রাইজমানি এবং পরিবেশবান্ধব গাছের উপহার। এছাড়াও অংশগ্রহণকারীদের দেওয়া হয় জার্সি, মেডেল, সার্টিফিকেটসহ বিভিন্ন উপহার।

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৭ জানুয়ারি মৃত্যুবরণ করা নোবিপ্রবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. ওমর ফারুকের স্মরণে এ বছর বিশেষভাবে আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। মূলত, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজনের।

নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের সভাপতি রাকিব রহমান বলেন, "নোবিপ্রবিতে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো দৌড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এটি নোবিপ্রবির ইতিহাসে প্রথম ম্যারাথন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য-সচেতন মানুষ এই আয়োজনে অংশ নিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

তিনি আরো বলেন, এই আয়োজনকে ঘিরে যে বিপুল সাড়া ও ইতিবাচক মন্তব্য পেয়েছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমাদের এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এবং মিডিয়া পার্টনারদের। আমরা এই ম্যারাথন প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব এবং ভবিষ্যতেও সবাইকে পাশে আশা করছি।"

এর আগে, ২১ ফেব্রুয়ারি ‘Run for Cancer Awareness 2025’-এর উদ্বোধন করা হয় শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে।  নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল ১০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ফুটবল কিকসহ বিভিন্ন মজার প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে লুমিনারি সংগঠন।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল