কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জামায়াতের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এক মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার মাগরিবের নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদের নেতৃত্বে স্থানীয় জামায়াত অফিস থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুন্নুর মসজিদের সামনে আসলে সেখানে নামাজ শেষে মুসল্লিরাও মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সাঈদী মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রতন ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ।
বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় প্রত্যেক মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে কেউ রোজাদারদের সিয়াম সাধনায় ব্যাঘাত সৃষ্টি করলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্ত হাতে দমন করবে।