এম.পলাশ শরীফ, বাগেরহাট :
প্রতি বছরের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিল-এর উদ্যোগে রমজানের প্রথমদিন কালিকাবাড়ির মাসুদ মার্কেটে রবিবার বেলা ১১টায় ৩শ’ জন দুঃস্থ ও অসহায় রোজাদার ব্যাক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলইবুনিয়া প্রবাসী দরিদ্র কল্যান তহবিলের বাংলাদেশ প্রতিনিধি সদস্য নুর মোহাম্মদ শেখ, মোঃ নেসারউদ্দিন শেখ, মোঃ আল-ইমরান, মোঃ মোশারফ হোসেন মাতুব্বর, মোঃ বেলায়েত শিকদার, মোঃ মনিরুল আলম খানসহ অভিভাবকবৃন্দ ও গঠনের সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম মাসুদ, মোঃ মামুন ফকির, মোঃ লিয়াকত আলীসহ স্থানীয়রা।
সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিরা বলেন, প্রবাসী দরিদ্র কল্যাণ তহবিলের ৬০ জন সদস্যই প্রবাসী এবং সকলেই বলইবুনিয়ার সন্তান। তাদের প্রতি মাসের পারিশ্রমিকের কিছু অংশ এই তহবিলে জমা করেন। সেই অর্থ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ এলাকা বলইবুনিয়ার দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে ২০২১ সাল থেকে "সেবাই আমাদের লক্ষ্য" ¯ স্রোগানটি সামনে রেখে তহবিলটি গঠন করেন। এ ছাড়াও এ তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোডিংসহ অসহায় রোগীদের চিকিৎসা সেবাও প্রদান করা হয়।