গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস কৈশোর কর্মসূচীর আওতায় শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্বিসেস (বিজ) এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সম্মাননা স্মারক প্রদান করেন প্রোগ্রামার অফিসার মামুনুর রশিদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডল।
এ উপলক্ষে রবিবার (২ মার্চ) বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।