নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহজাদপুর এলাকায় সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডের সময় সেখানে যারা ছিলেন তারা ছাদে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই সময় ছাদে যাওয়ার দরজা বন্ধ থাকায় তারা যেতে পারেনি। ফলে সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তারা মৃত্যুবরণ করেন।
সোমবার (৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজনকে চিলেকোঠায় নিহত অবস্থায় পাই, একজনকে বাথরুমের সামনে পাই। ছাদে যাওয়ার দরজাটি বন্ধ ছিল। ফলে প্রচন্ড ধোঁয়ার কারণে যারা হোটেলটিতে ছিল তারা উপরে ওঠার চেষ্টা করেছে, কিন্তু উপরে উঠে গিয়ে দেখে দরজা বন্ধ। এরপর আর নামতে পারে নাই। শেষে ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়।
তিনি আরও বলেন, ভবনটির রাজউকের নিয়ম মেনে তৈরি করা হয়নি এবং সেখানে কোনো ফায়ার সেফটি ছিলনা।
এছাড়াও সিঁড়ির পাশে যে জানালা গুলো ছিল সেগুলো গতকাল বন্ধ করা হয়েছিল। সেগুলো খোলা থাকলে সিঁড়িতে অবস্থানকারী ব্যক্তিরা অনেকটা বেঁচে যেতেন বলেও জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
এমআই