মোহাম্মদ মুরাদ হোসেন:
দেশে ধর্ষণসহ নারীর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
একই সময়ে প্রশাসনিক ভবনে মোমবাতি প্রজ্বলন, অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সম্মিলিত অরাজনৈতিক সাংগঠনিক ঐক্য। এতে ছাত্রছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন লক্ষ্য করা গেছে।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। প্ল্যাকার্ড এ লেখা ছিল— “ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড,” “নারী নির্যাতন বন্ধ কর,” “বিচারহীনতার সংস্কৃতি আর নয়”, “ধর্ষক পুরুষ জাতির কলঙ্ক”, “সত্যিকারের পুরুষ ধর্ষণ করে না”, “ধর্ষককে কেউ বিয়ে করো না”
এ মানববন্ধনে রফিকুল ইসলাম রাকিব বলেন, আজকের এই সম্বলিত অরাজনৈতিক সাংগঠনিক ঐক্যর উদ্যোগে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা একত্রিত হয়ে দেশের বর্তমান সামাজিক ও পরিবেশ পরিস্থিতির মাঝে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদের কমর্সূচি তুলে ধরতে এসেছি।
শিক্ষার্থীরা দাবি জানায়,আলো জ্বালিয়ে আমরা অন্ধকারকে দূর করবো, নীরবতা ভেঙে আওয়াজ তুলবো—'ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ' গড়ে তুলবো। আজ আমরা এখানে একত্রিত হয়েছি এক অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে আলো জ্বালাতে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।